‌‘বেজি কাণ্ডে’ ফেঁসে গেলেন শ্রাবন্তী, হতে পারে ৭ বছরের জেল

অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জী

‌‘বেজি কাণ্ডে’ ফেঁসে গেলেন শ্রাবন্তী, হতে পারে ৭ বছরের জেল

অনলাইন ডেস্ক

বেজি কাণ্ডে সোমবার ফের ওয়াইল্ড লাইফ ক্রাইম কন্ট্রোল সেলের দপ্তরে হাজির হতে হলো অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জীকে। এ নিয়ে তৃতীয়বারের মতো তাকে তলব করা হলো। সেখানে তাকে টানা সাড়ে ৬ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয় বলে ভারতীয় গণমাধ্যম জি নিউজ জানায়।

খবরে প্রকাশ, ছবির শুটিংয়ে গিয়ে গলায় শিকল বাঁধা বেজির সঙ্গে সেলফি তুলেছিলেন শ্রাবন্তী।

শুটিংয়ের সময় যাঁরা উপস্থিত ছিলেন, তাঁদেরও ডাকা হয়। গত ৮ মার্চ ও ৯ মার্চ তাঁদের বক্তব্য রেকর্ড করা হয়। বক্তব্য খতিয়ে দেখে বেশ কিছু প্রশ্ন উঠে আসার কারণে আজ ফের তাঁকে তলব করা হয়।

আজও তার বক্তব্য রেকর্ড করা হয়।

 এর আগে মার্চের ৯ তারিখে এ ঘটনায় গ্রেপ্তার করা হয় গাড়ির চালক ভরত হাতিকে।

আগামীকাল ফের আদালতে তোলা হবে ভরতকে।

পাশাপাশি শ্রাবন্তীও আগামীকাল বিধান নগর কোর্টে হাজিরা দেবেন। সেখানে আবারও তার বক্তব্য রেকর্ড করা হবে।

প্রসঙ্গত, ১৫ জানুয়ারি প্রাণীর গলায় শিকল বাঁধা ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়। সেই পোস্ট মুহূর্তের ভাইরাল হয়। চারদিকে শুরু হয় পক্ষে-বিপক্ষে আলোচনা-সমালোচনা। এর প্রেক্ষিতে ফেব্রুয়ারির ১৫ তারিখে তাঁকে সমন পাঠায় ওয়াইল্ড লাইফ ক্রাইম কন্ট্রোল সেল। দ্রুত সেলের অফিসে এসে তাঁকে দেখা করতে বলা হয়। তখন কয়েকদিন সময় চান শ্রাবন্তী।

এরপর গত ৭, ৮ মার্চ ওয়াইল্ড লাইফ ক্রাইম কন্ট্রোল সেলের দপ্তরে হাজিরা দেন শ্রাবন্তী। নায়িকাকে জিজ্ঞাসাবাদের পর উঠে আসে বেশ কিছু বিষয়, তার জেরেই সোমবার ফের ডেকে পাঠানো হয় শ্রাবন্তীকে।

news24bd.tv তৌহিদ