প্রেসিডেন্ট পর্যায়ের বৈঠক জরুরি : জেলেনস্কি

অনলাইন ডেস্ক

রাশিয়া-ইউক্রেন দ্বন্দ্ব নিরসনে আবারও দুই দেশের প্রেসিডেন্ট পর্যায়ের বৈঠক জরুরি বলে জানালেন ভলোদিমির জেলেনস্কি।

স্থানীয় সময় সোমবার তিনি বলেন, আলোচনার সময় ইউক্রেন ও রাশিয়ার প্রতিনিধিদের অবশ্যই দুই দেশের প্রেসিডেন্টের মধ্যে বৈঠকের ব্যাপারে একমত হতে হবে। এদিকে রাশিয়া-ইউক্রেনের মধ্যে চতুর্থ পর্বের আলোচনা শুরু হয়েছে।  

এদিকে, কিয়েভের একটি আবাসিক ভবনে বোমা হামলায় ২ জন নিহত ও তিনজন আহতের দাবি করেছে ইউক্রেনের রাষ্ট্রীয় টিভি।

 

আর চীনের কাছে সহায়তা চাওয়ার বিষয়ে ক্রেমলিন জানিয়েছে, ইউক্রেনে অভিযান চালানোর একক ক্ষমতা রাশিয়ার আছে।  

এদিকে বিবিসি জানিয়েছে, ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান পরিকল্পনা অনুযায়ী এগুতে পারছেনা বলে স্বীকার করেছেন রাশিয়ার জাতীয় বাহিনীর প্রধান এবং ভ্লাদিমির পুতিনের সাবেক দেহরক্ষী ভিক্টর জোলোটোভ।

news24bd.tv/আলী