শিশু-কিশোরদের সুস্থ বিনোদনের জন্য বিশাল থিম পার্ক ‘টগি ফান ওয়ার্ল্ড’ 

আল মোহাইমিনুল খান

দেশের বৃহৎ শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপ শিশু-কিশোরদের সুস্থ বিনোদনের জন্য গড়ে তুলেছে বিশাল থিম পার্ক ‘টগি ফান ওয়ার্ল্ড’। আধুনিকায়নের পাশাপাশি যুক্ত হয়েছে রোমাঞ্চকর সব গেমস এবং রাইড, যার সংখ্যা দেড়শরও বেশি। পুরো পরিবারের আনন্দ নিশ্চিতে অভিভাবকদের বিনোদনের জন্যও রয়েছে নানা আয়োজন। সোমবার দেশের বিশিষ্ট সাংবাদিক ও তাদের পরিবারের সদস্যদের উপস্থিতিতে মতামত গ্রহণ করে টগি ফান ওয়ার্ল্ড কর্তৃপক্ষ।

মোশন গেম নিয়ে ব্যস্ত এই শিশুর প্রতিক্রিয়াই বলে দিচ্ছে কতটা ভালো সময় কাটছে তার।

এরকম নানা গেমস ও রাইডের সম্ভার নিয়ে নতুন সাজে সেজেছে রাজধানীর বসুন্ধরা সিটির ইনডোর থিম পার্ক ‘টগি ফান ওয়ার্ল্ড। যেখানে সময়ের হিসেব ভুলে আনন্দে মাতোয়ারা হতে পারবে যে কেউ।

বসুন্ধরা সিটির লেভেল ৮ থেকে ১৮ পর্যন্ত টগি ফান ওয়ার্ল্ডে লেজার ট্যাগ, পেইন্ট বল, ভার্চ্যুয়াল রিয়ালিটি ও অগমেন্টেড রিয়্যালিটি গেমের মত রোমাঞ্চকর সব আয়োজন রয়েছে সব বয়সীদের জন্য।

যা দেখতে সোমবার পরিবারসহ হাজির বিভিন্ন গণমাধ্যমের কর্তাব্যক্তিরা।

উপস্থিত অনেকেই পুরো আয়োজনকে তুলনা করলেন উন্নত দেশের থিম পার্কের সাথে। এমন থিম পার্ককে সারা দেশে ছড়িয়ে দেয়ার পরিকল্পনার কথা জানালেন টগি ফান ওয়ার্ল্ড কর্তৃপক্ষ।

news24bd.tv/আলী