স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন যারা

ফাইল ছবি

স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন যারা

অনলাইন ডেস্ক

এ বছর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন দশ গুণী ব্যক্তি এবং একটি প্রতিষ্ঠান। জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে স্বাধীনতা পুরস্কার ২০২২ দেওয়া হচ্ছে এই দশ গুণী ব্যক্তি ও প্রতিষ্ঠানকে।  

আজ মঙ্গলবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এক প্রজ্ঞাপনে পুরস্কারের জন্য মনোনীতদের নাম ঘোষণা করা হয়।

স্বাধীনতা ও মুক্তিযুদ্ধে অসামান্য অবদানের জন্য ছয় জনকে স্বাধীনতা পুরস্কার দেওয়া হচ্ছে।

তাঁরা হলেন, বীর মুক্তিযোদ্ধা ইলিয়াস আহমেদ চৌধুরী, শহীদ কর্নেল খন্দকার নাজমুল হুদা (বীর বিক্রম), আব্দুল জলিল, সিরাজ উদ্দীন আহমেদ, মোহাম্মদ ছহিউদ্দিন বিশ্বাস এবং সিরাজুল হক।  

চিকিৎসাবিদ্যায় স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন দুইজন। তাঁদের মধ্যে একজন অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া এবং অন্যজন হলেন অধ্যাপক ডা. মো. কামরুল ইসলাম।

সাহিত্যে স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন মো. আমির হামজা এবং স্থাপত্যে স্থপতি সৈয়দ মইনুল হোসেনকে মরণোত্তর এ পুরস্কার দেওয়া হচ্ছে।

এছাড়া, প্রতিষ্ঠান হিসেবে বাংলাদেশ গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউট পাচ্ছে স্বাধীনতা পুরস্কার।

পুরস্কারজয়ী প্রত্যেকে পাবেন ১৮ ক্যারেট মানের পঞ্চাশ গ্রাম ওজনের একটি স্বর্ণপদক, পাঁচ লাখ টাকার চেক ও একটি সম্মাননাপত্র।

উল্লেখ্য, সরকার ১৯৭৭ সাল থেকে জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে প্রতি বছর এ স্বাধীনতা পুরস্কার দিয়ে আসছে।

news24bd.tv রিমু