হিজাব পরা ইসলামে অপরিহার্য নয়, রায় কর্ণাটক হাইকোর্টের

প্রতীকী ছবি

হিজাব পরা ইসলামে অপরিহার্য নয়, রায় কর্ণাটক হাইকোর্টের

অনলাইন ডেস্ক

কিছুদিন আগে ভারতের কর্ণাটক রাজ্যে হিজাব পরায় ৬ শিক্ষার্থীকে ক্লাসে ঢুকতে দেওয়া হয়নি। শিক্ষাপ্রতিষ্ঠানে জারি করা হয় হিজাব পরিধানের ওপর নিষেধাজ্ঞা।  এমন বিতর্কে হিজাব পড়ার বিধিনিষেধের বিরুদ্ধে কর্ণাটক হাইকোর্টে উদুপির একটি সরকারি কলেজের পাঁচ নারীর দায়ের করা আবেদনের পিটিশন খারিজ করে দিয়েছেন কর্ণাটক হাইকোর্ট।

আজ মঙ্গলবার সব পিটিশন খারিজ করে দেওয়া হয়।

আদালতের পক্ষ থেকে বলা হয়, হিজাব পরা ইসলামে অপরিহার্য কোনো অনুশীলন নয়। খবর হিন্দুস্তান টাইমসের।

কর্ণাটকের স্কুল-কলেজে হিজাব পরা মুসলিম মেয়েদের ঢুকতে না দেওয়াকে কেন্দ্র করে ভারতজুড়ে শুরু হয় বিক্ষোভ। এমন সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে প্ল্যাকার্ড ও ব্যানার হাতে সড়কে নেমে আসে বোরকা পড়া মুসলিম নারী, শিক্ষার্থীসহ শত শত বিক্ষোভকারী।

বিক্ষোভ অংশ নিয়েছেন হিন্দু শিক্ষার্থীরাও।

হিজাবে নিষেধাজ্ঞার প্রতিবাদে বিক্ষোভ হয়েছে দিল্লি থেকে পশ্চিমবঙ্গেও। মুখ খুলেছেন দেশটির বড় বড় রাজনীতিক, আন্তর্জাতিক এবং তারকা ব্যক্তিত্বরাও।

news24bd.tv রিমু