‘আমার বাবারে একটু উঠাইয়া দেও, আমি চুমো দেব। তোমরা আমার বাবারে উঠাইয়া দেও। ’ কবরস্থানে গিয়ে এমনই প্রলাপ করেছেন হাদিসুর রহমানের বাবা আবদুর রাজ্জাক হাওলাদার।
মঙ্গলবার (১৫ মার্চ) দুপুরে ইউক্রেনে নিহত হাদিসুর রহমান আরিফের দাফনের পর তার কবর জড়িয়ে কান্নায় ভেঙে পড়েন তিনি।
তিনি আরও বলেন, সবাই আমার বাবার (হাদিসুরের) জন্য দোয়া করবে, ও যাতে জান্নাতে পৌঁছাতে পারে। আমার বাবায় কোনো ভুল করলে সবাই ক্ষমা করে দেবেন।
ইউক্রেনে রকেট হামলায় নিহত বাংলার সমৃদ্ধি জাহাজের থার্ড ইঞ্জিনিয়ার হাদিসুর রহমানের মরদেহ পারিবারিক কবরস্থানে দাদা-দাদির কবরের পাশে দাফন করা হয়েছে।
মঙ্গলবার (১৫ মার্চ) সকাল ১০টায় হাজার হাজার মানুষের অংশগ্রহণে জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। নামাজ পড়িয়েছেন হাদিসুরের চাচা মাওলানা মনিরুল ইসলাম।
news24bd.tv তৌহিদ