রোহিঙ্গা প্রত্যাবাসনে আশার আলো

প্রথম ধাপে ৭০০ রোহিঙ্গা নিতে রাজি মিয়ানমার

অনলাইন ডেস্ক

অবশেষে রোহিঙ্গা প্রত্যাবাসনে আশার আলো দেখছে বাংলাদেশ। এরই মধ্যে ১১শ রোহিঙ্গার তালিকা প্রস্তুত করে মিয়ানমারকে দিয়েছে ঢাকা। আর মিয়ারমার ৭শ জনকে ফেরত নিতে রাজি হয়েছে মিয়ানমার। সাংবাদিকদের এসব তথ্য জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।

তিনি জানান, আগ্রহী পরিবারগুলোর কোনো সদস্য যেন বাদ না পড়ে সে জন্যই বাংলাদেশ তালিকার সবাইকে একসাথে পাঠাতে চায়।

রোহিঙ্গা সংকটের শুরু থেকেই দ্বিপাক্ষিক ও আন্তর্জাতিক মহলে আলোচনা চলছে মিয়ানমার থেকে জোরপূর্বক বাস্তুচ্যুত এই জনগোষ্ঠীর নিরাপদ ও স্বেচ্ছা প্রত্যাবাসন নিয়ে। অবশেষে খানিক আশার আলো মিলেছে রোহিঙ্গাদের ফিরে যাওয়া নিয়ে।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী নিশ্চিত করেছেন পাইলট প্রকল্প হিসেবে রোহিঙ্গা প্রত্যাবাসনের জন্য তালিক প্রস্তুত।

মিয়ানমার ৭০০ রোহিঙ্গা ফেরাতে রাজি। তবে বাংলাদেশ ১১০০ রোহিঙ্গার তালিকা করে মিয়ানমার পাঠিয়েছে।

সেচ্ছায় প্রত্যাবাসনে আগ্রহী পরিবারগুলোর কোনো সদস্য যেন বাদ না পড়ে, সেজন্যই সরকার তালিকার সবাইকে একসাথে ফেরত পাঠাতে চায়।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, মিয়ানমারের সাথে আলোচনা চলছে। সিদ্ধান্ত চূড়ান্ত হলেই খুব শিগগিরই হয়তো হাজারের বেশি রোহিঙ্গা ফিরে যাবেন নিজ মাতৃভূমিতে।

news24bd.tv তৌহিদ