ঝিনাইদহের শৈলকুপায় এক স্কুল পড়ূয়া ছাত্রীকে শ্লীলতাহানীর অভিযোগ উঠেছে এক বখাটের বিরুদ্ধে। সে উপজেলার ফলিয়া মাধ্যমিক বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর ছাত্রী। এ ঘটনায় রবিবার রাত ৯টার দিকে মেয়েটির পিতা শৈলকুপা থানায় একটি অভিযোগ দাখিল করেছে।
ভুক্তভোগী মেয়েটির পিতা জানান, উপজেলার ফলিয়া গ্রামের লতা বিশ্বাসের ছেলে জিকু বিশ্বাস আমার মেয়েকে প্রায়ই কু-প্রস্তাব দিত।
এ ব্যাপারে শৈলকুপা থানার ওসি আমিনুল ইসলাম জানান, অভিযোগ পেয়েছি এবং সেকেন্ড অফিসারকে ঘটনাস্থলে পাঠিয়েছিলাম। বুধবার আমি নিজে ঘটনাস্থলে যাব এবং তদন্তপূর্বক প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।
news24bd.tv/আলী