শিক্ষকদের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে নোয়াখালীতে মানববন্ধন

শিক্ষকদের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে নোয়াখালীতে মানববন্ধন

শিক্ষকদের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে নোয়াখালীতে মানববন্ধন

নোয়াখালী প্রতিনিধি

দেশ ব্যাপী বিসিএস শিক্ষকদের ওপর সন্ত্রাসী হামলায় নিহত ও আহত হওয়ার প্রতিবাদ ও বিচারের দাবিতে সোমবার দুপুরে নোয়াখালীতে বিসিএস সাধারণ শিক্ষা সমিতির উদ্যোগে মানববন্ধন হয়েছে। নোয়াখালী সরকারি মহিলা কলেজ সড়কে এ মানক মানববন্ধন কর্মসূচী পালিত হয়। বিসিএস শিক্ষা সমিতির নেতারা জানান, সম্প্রতি উচ্চমাধ্যমিক ভর্তি প্রক্রিয়ায় অবৈধ ভাবে ভর্তির সুযোগ না পাওয়ায় ছাত্র নামধারী সন্ত্রাসীরা ইশ্বরদী সরকারি কলেজের অধ্যক্ষ  ও উপাধ্যক্ষসহ দেশ ব্যাপী শিক্ষা ক্যাডারদের ওপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটছে। এমনকি এর আগে শিক্ষক হারুন ও সাজিয়াকে নির্মম ভাবে হত্যা করা হয়েছে।

এর কোন বিচার হয়নি। এ হামলা ও হত্যার প্রতিবাদে এ কর্মসূচী পালন করে ও ঘটনার সাথে জড়িতদের গ্রেপ্তার ও শাস্তির পাশাপাশি সারা দেশের শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের
নিরাপত্তার দাবি জানান।

আরও পড়ুন:নূরের ওপর হামলাকারীদের বিচারের দাবিতে ইংরেজি বিভাগের মানববন্ধন

এ সময় উপস্থিত ছিলেন বিসিএস সাধারণ শিক্ষা সমিতির কেন্দ্রীয় সভাপতি আই কে সেলিম উল্যাহ খোন্দকার, মহাসচিব মোঃ শাহেদুল খবির চৌধুরী ও বিসিএস সাধারণ শিক্ষা সমিতির কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য মোঃ হুমায়ুন কবির প্রমুখ। এসময় নোয়াখলী জেলার সকল সরকারি কলেজের শিক্ষকরা উপস্থিত ছিলেন।


(নিউজ টোয়েন্টিফোর/কামরুল)

সম্পর্কিত খবর