রাশিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনের খোদ নিজেদের নিউজ বুলেটিন লাইভের সময় যুদ্ধ চাই না প্লাকার্ড নিয়ে অভিনব প্রতিবাদ করেছেন চ্যানেলটির একজন কর্মী।
রয়টার্স জানিয়েছে- সোমবার এই ঘটনা ঘটে। ওই নারী যে প্লাকার্ড ধারণ করেন তাতে লেখা ছিল—যুদ্ধ বন্ধ করো, যুদ্ধকে না বলুন। আর অস্পষ্ট ভাষায় লেখা ছিল, রাশিয়ানরা যুদ্ধের বিপক্ষে।
news24bd.tv তৌহিদ