ব্লুটুথ স্পিকারের ব্যাটারিতে মিলল ২ কেজি ৭২৯ গ্রাম সোনা 

সংগৃহীত ছবি

ব্লুটুথ স্পিকারের ব্যাটারিতে মিলল ২ কেজি ৭২৯ গ্রাম সোনা 

অনলাইন ডেস্ক

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দুটি ব্লুটুথ স্পিকারের ভেতর থেকে ২ কেজি ৭২৯ গ্রাম সোনা উদ্ধার করেছে কাস্টমস কর্তৃপক্ষ। আটককৃত সোনার বাজার মূল্য প্রায় এক কোটি ৮০ লাখ টাকা। সোনার বার উদ্ধারের ঘটনায় ওই যাত্রীকে আটক করা হয়েছে। মঙ্গলবার (১৫ মার্চ) সন্ধ্যায় এ ঘটনা ঘটে।

 

কাস্টমস কর্তৃপক্ষ  জানায়, সৌদি আরবের জেদ্দা থেকে আগত এক যাত্রীর লাগেজ স্ক্যান করা হলে কাস্টমস কর্মকর্তারা লাগেজের ভেতর লুকায়িত দুটি স্পিকার দেখতে পান। লাগেজ খুলে কেটিএস ১০৯০ডি মডেলের ওয়্যারলেস ব্লুটুথ স্পিকারের ব্যাটারির কেস খুলে এক হাজার ১৬০ গ্রাম ওজনের ১০টি সোনার বার এবং ওরিয়ন ব্রান্ডের আরেকটি স্পিকারের ভেতর এক হাজার ৪৭০ গ্রাম ওজনের দুটি স্বর্ণের পিন্ড পাওয়া যায়। এছাড়াও ওই যাত্রীর কাছ থেকে ৯৯ গ্রাম স্বর্ণালংকার পাওয়া যায়। এ ঘটনায় কাস্টমস ও ফৌজদারি আইনে মামলা দায়ের করা হবে।

 

news24bd.tv/আলী