চূড়ান্ত কোনো ফলাফল ছাড়াই শেষ হয়েছে ইউক্রেন-রাশিয়ার পঞ্চম দফার আলোচনা। আজ বুধবার ষষ্ঠ বারের মতো আবারও আলোচনায় বসবে দুইপক্ষ।
মঙ্গবলারের বৈঠকের ব্যাপারে ইউক্রেনের পক্ষ থেকে বলা হয়েছে, আলোচনায় মৌলিক দ্বন্দ্ব থাকলেও অবশ্যই আপস করার সুযোগ রয়েছে।
এদিকে, যুদ্ধের ২১তম দিনে ইউক্রেনের মারিওপোল শহরের ডেপুটি মেয়র দাবি রয়েছেন, ডাক্তার এবং রোগীসহ মোট ৪শ জনকে শহরের একটি হাসপাতালে জিম্মি করে রেখেছে রুশ সেনারা।
কিয়েভে চলমান কারফিউর মধ্যেই প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে মঙ্গলবার দেখা করেছেন পোল্যান্ড চেক প্রজাতন্ত্র এবং স্লোভেলিয়ার প্রধানমন্ত্রীরা। ইউরোপ ইউক্রেনের পাশে আছে বলে আশ্বাস দেওয়া হয়েছে তাদের পক্ষ থেকে।
অন্যদিকে, রাশিয়া-ইউক্রেনের চলমান সংকটের জন্য এবার ন্যাটোকেই দায়ী করলেন ইউরোপীয় পার্লামেন্টের এক সদস্য।
ইউক্রেনে সামরিক অভিযান চালাচ্ছে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পরাশক্তি রাশিয়া। গত ২৪ ফেব্রুয়ারি ভোর থেকে এই অভিযান শুরু হয়। আজ মঙ্গলবার ২০তম দিনে গড়িয়েছে এই অভিযান। এরইমধ্যে ইউক্রেনের বেশ কয়েকটি নগরী দখলে নিয়েছে রুশ বাহিনী। রাশিয়ার ক্রমাগত হামলার ফলে ধ্বংসস্তূপে পরিণত হচ্ছে ইউক্রেন। দেশ ছেড়েছেন প্রায় ২৫ লাখেরও বেশি ইউক্রেন নাগরিক।
news24bd.tv রিমু