যুদ্ধের মাঝে হাজির ৩ প্রধানমন্ত্রী, ইউক্রেনীয়দের উদ্দেশ্যে যা বললেন

সংগৃহীত ছবি

যুদ্ধের মাঝে হাজির ৩ প্রধানমন্ত্রী, ইউক্রেনীয়দের উদ্দেশ্যে যা বললেন

অনলাইন ডেস্ক

কিয়েভে চলমান কারফিউর মধ্যেই প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে দেখা করেছেন পোল্যান্ড চেক প্রজাতন্ত্র এবং স্লোভেলিয়ার প্রধানমন্ত্রীরা। ইউরোপ ইউক্রেনের পাশে আছে বলে আশ্বাস দেওয়া হয়েছে তাদের পক্ষ থেকে।

পোল্যান্ড থেকে ট্রেনে দীর্ঘ পথ পাড়ি দিয়ে স্থানীয় সময় মঙ্গলবার (১৫ মার্চ) সন্ধ্যায় কিয়েভ পৌঁছান তারা। ইউক্রেনে রুশ সামরিক হামলা শুরুর পর এই প্রথম কোনো বিদেশি নেতা দেশটি সফর করেছেন।

জেলেনস্কির সঙ্গে বৈঠক করে তারা ইউক্রেনীয়দের উদ্দেশ্যে বক্তব্য দেন। এসময় স্লোভেনিয়ার প্রধানমন্ত্রী ইয়ানেস ইয়ানশা বলেন, 'আপনারা একা নন। আপনাদের যুদ্ধ মানেই আমাদের যুদ্ধ। আমরা এক সঙ্গে বিজয় অর্জন করব।

চেক প্রধানমন্ত্রী পিটার ফিয়ালা বলেন, 'আপনারা যুদ্ধ করছেন আপনাদের জীবনের জন্য, আপনাদের স্বাধীনতার জন্য। কিন্তু আমরা জানি, আপনারা আমাদের জীবন  ও আমাদের স্বাধীনতার জন্যও এই যুদ্ধ করছেন। '

তিনি আরও বলেন, 'গোটা ইউরোপ ইউক্রেনের জনগণের পাশে আছে। আমরা আপনাদের সাহসের প্রশংসা করি। আমরা আরও বেশি সহায়তা ও সমর্থন দিয়ে যাব আপনাদের। '

এক টুইট বার্তায় পোল্যান্ডের প্রধানমন্ত্রী সফরের ব্যাখ্যায় তিনি লেখেন, 'তারা এমন বার্তা পৌঁছে দিচ্ছেন যে ইউক্রেন তার বন্ধুদের ওপর নির্ভর করতে পারে। '

তিন ইউরোপীয় নেতার এমন সাহসের ভীষণ প্রশংসা করেছে ইউক্রেন। পোল্যান্ড থেকে কিয়েভ পর্যন্ত দীর্ঘ পথ রেলযোগে পাড়ি দিতে তিন প্রধানমন্ত্রী বড় ধরনের ঝুঁকি নিয়েছেন। ইউরোপীয় ইউনিয়ন সম্ভাব্য নিরাপত্তা ঝুঁকি সম্পর্কে সতর্ক করার পরও এই তিনজন পিছিয়ে যাননি।

news24bd.tv রিমু