দুদিনের সফরে ঢাকায় অবস্থান করছেন সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান আল সাউদ। প্রথম বারের মতো রাজনৈতিক সংলাপে বসেছেন বাংলাদেশ ও সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রীরা।
আজ বুধবার সকাল পৌনে ১১টায় হোটেল সোনারগাঁওয়ে এই সংলাপ শুরু হয়।
এতে নেতৃত্ব দিচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন ও সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান আল সৌদ।
এর আগে, সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গেও সাক্ষাৎ করেন সৌদি পররাষ্ট্রমন্ত্রী।
সফরে তিনটি চুক্তি ও সমঝোতা স্মারক সাক্ষর হবার কথা রয়েছে সৌদি পররাষ্ট্রমন্ত্রীর।
এছাড়া আজ ঢাকা ছাড়ার আগে দুপুরে ভার্চ্যুয়াল অনুষ্ঠানে সৌদি ভাষা শিক্ষা ইনস্টিটিউটের ভিত্তি প্রস্তর স্থাপন করবেন পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান আল সাউদ।
দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারের লক্ষ্যে ঢাকা সফর তার।
news24bd.tv রিমু