সমঝোতা স্মারক সই, ভবিষ্যতে একসঙ্গে কাজ করার অঙ্গীকার দুই দেশের

সংগৃহীত ছবি

সমঝোতা স্মারক সই, ভবিষ্যতে একসঙ্গে কাজ করার অঙ্গীকার দুই দেশের

অনলাইন ডেস্ক

কাস্টমস ম্যানেজমেন্ট নিয়ে চুক্তি সমঝোতা স্মারক সই করেছে বাংলাদেশ ও সৌদি আরব। আজ বুধবার সকালে হোটেল সোনারগাঁওয়ে দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠক শেষে এই সঝোতা স্মারক সই হয়।

এতে নেতৃত্ব দিইয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন ও সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান আল সাউদ।

এর আগে, দ্বিপাক্ষিক বৈঠক করেন দুই পররাষ্ট্র মন্ত্রী।

পরে এক সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী একে আবুল মোমেন জানান, গাছ রোপন, ফুড সিকিউরিটি, হজ প্রক্রিয়া সহজীকরণসহ বিভিন্ন ইস্যু নিয়ে দুই দেশের মধ্যে গুরুেত্বপূর্ণ আলোচনা হয়েছে।  ভবিষ্যতে বিভিন্ন ইস্যুতে এক সাথে কাজ করার অঙ্গিকারও করেছেন সফররত সৌদি পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান আল সাউদ।

এক প্রশ্নের জবাবে সৌদি পররাষ্ট্রমন্ত্রী জানান, ইউক্রেন যুদ্ধের প্রভাবে তেল সরবরাহ কোনো ধরনের বিঘ্ন ঘটনার কোনো আশঙ্কা নেই। এছাড়া আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম স্থিতিশীল রাখতে সৌদি আরব উদ্যোগ নেবে বলেও জানান তিনি।

এর আগে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সৌজন্য সাক্ষাৎ করেন সফররত সৌদি পররাষ্ট্রমন্ত্রী।

এছাড়া হোটেল সোনারগাঁওয়ে সৌদি পররাষ্ট্রমন্ত্রীর সাথে সাক্ষাৎ করেছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা।  

দু'দিনের সফরে ঢাকায় এসেছেন সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান আল সাউদ। প্রথম বারের মতো রাজনৈতিক সংলাপে বসেন বাংলাদেশ ও সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রীরা।

আজ দুপুরে ঢাকা ছাড়ার আগে ভার্চ্যুয়াল অনুষ্ঠানে সৌদি ভাষা শিক্ষা ইনস্টিটিউটের ভিত্তি প্রস্তর স্থাপন করার কথা রয়েছে পররাষ্ট্রমন্ত্রীর।

news24bd.tv রিমু