জাস্টিন ট্রুডোসহ ৩১৩ জনের ওপর রুশ নিষেধাজ্ঞা

জাস্টিন ট্রুডোসহ ৩১৩ জনের ওপর রুশ নিষেধাজ্ঞা

অনলাইন ডেস্ক

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনে পর এবার কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এবং তার মন্ত্রিসভার সদস্যসহ মোট ৩১৩ জনের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে রাশিয়া। ‘রুশবিদ্বেষী’ কানাডীয় শাসকদের নিষেধাজ্ঞার জবাবে এই ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে মস্কো।

এদিকে, চূড়ান্ত কোনো ফলাফল ছাড়াই শেষ হয়েছে ইউক্রেন-রাশিয়ার পঞ্চম দফার আলোচনা।

কিয়েভ বলছে, আলোচনায় মৌলিক দ্বন্দ্ব থাকলেও অবশ্যই আপস করার সুযোগ রয়েছে।

বুধবার ফের আলোচনায় বসবে দুপক্ষ।

এদিকে, যুদ্ধের একুশতম দিনে মারিওপোল ডেপুটি মেয়রের দাবি, ডাক্তার এবং রোগীসহ ৪শ জনকে শহরটির একটি হাসপাতালে জিম্মি রেখেছে রুশ সেনারা। মঙ্গলবার প্রায় ২০ হাজার মানুষকে শহরটি থেকে সরিয়ে নেওয়া হয়েছে বলে জানিয়েছে কতৃপক্ষ।

কিয়েভে চলমান কারফিউর মধ্যেই প্রেসিডেন্ট জেলেনস্কির সঙ্গে মঙ্গলবার দেখা করেছেন পোল্যান্ড, চেক প্রজাতন্ত্র এবং স্লোভেলিয়ার প্রধানমন্ত্রীরা।

ইউরোপ ইউক্রেনের পাশে আছে বলে আশ্বাস দেন নেতারা।

news24bd.tv তৌহিদ