ইউক্রেন রাশিয়া যুদ্ধ ২১ দিনে গড়াল। এরই মধ্যে ইউনেক্রের ব্যাপক জান মালের ক্ষতি হয়েছে। ধ্বংস করা হয়েছে দেশটির বহু আবাসিক বাড়ি, হাসপাতাল ও বিভিন্ন প্রতিষ্ঠান।
এভাবে চলতে থাকলে সামনের পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নেবে বলে আশঙ্কা করছে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি)।
সংস্থাটি সতর্ক করেছে, এ যুদ্ধ যদি দীর্ঘস্থায়ী হয় এবং পুরো বছর পর্যন্ত গড়ায় তবে ইউক্রেনের জনসংখ্যার ৯০ শতাংশ মানুষ দারিদ্রের মুখোমুখি হতে পারে।
যদি সংঘাত দীর্ঘস্থায়ী হয় তবে ইউক্রেনে দারিদ্র্যের হার খুব উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে।
সংঘাতের আগে, ইউক্রেনের জনসংখ্যার প্রায় ২ শতাংশ মানুষ দারিদ্র্যের নীচে বাস করত। চলমান পরিস্থিতিতে দারিদ্র্যসীমার নিচে নামতে পারে এমন মানুষের সংখ্যা ২৮ শতাংশে পৌঁছানোর আশঙ্কা তৈরি হয়েছে।
news24bd.tv তৌহিদ