পুতিন বিশ্ব নিরাপত্তার জন্য হুমকি : ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী 

অনলাইন ডেস্ক

যুদ্ধের একুশতম দিনেও ইউক্রেনে থামেনি সংঘাত। বুধবারও কিয়েভে চলমান কারফিউর মধ্যেই বিভিন্ন আবাসিক ভবনে আগ্রাসন চালিয়েছে রুশ সেনারা।

মারিওপোলে ৪শ জনকে জিম্মি রেখেছে তারা।  মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনে পর কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এবং তার মন্ত্রিসভার সদস্যসহ মোট ৩১৩ জনের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে রাশিয়া।

 

পশ্চিমা নিষেধাজ্ঞার জবাবে এই ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানিয়েছে মস্কো। রুশ হামলায় কিয়েভের বাইরে ফক্স নিউজের দুই সাংবাদিক নিহত হয়েছেন। ভ্লাদিমির পুতিনকে বিশ্ব নিরাপত্তার জন্য হুমকি বলে মন্তব্য করেছেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী লিজ ট্রাস।  

এদিকে, ইউরোপ ইউক্রেনের পাশে আছে বলে আশ্বাস দিয়েছেন পোল্যান্ড, চেক প্রজাতন্ত্র এবং স্লোভেলিয়ার প্রধানমন্ত্রীরা।

অন্যদিকে,ইউক্রেন-রাশিয়ার পঞ্চম দফার আলোচনাও ফলপ্রসু হয়নি। তবুও বুধবার ফের আলোচনায় বসছে দুইপক্ষ।

news24bd.tv/আলী