গাজীপুর সিটির বাতিল ৮ কেন্দ্রের ভোট ১৯ জুলাই

গাজীপুর সিটির বাতিল ৮ কেন্দ্রের ভোট ১৯ জুলাই

গাজীপুর সিটির বাতিল ৮ কেন্দ্রের ভোট ১৯ জুলাই

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে বাতিল ৯টি কেন্দ্রের মধ্যে ৮টিতে আগামী ১৯ জুলাই ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এসব ভোটকেন্দ্রে সংরক্ষিত ৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ও পাঁচজন সাধারণ কাউন্সিলর পদে ভোট হবে।

আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মোঃ জাহাঙ্গীর আলম দুই লাখের বেশি ভোটের ব্যবধানে জয়ী হওয়াতে এসব কেন্দ্রে মেয়র পদে ভোট হবে না। বাকি একটিতে কেন্দ্রের মোট ভোট সংখ্যা কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যকার ব্যবধানের চেয়ে কম হওয়ায় সেটিতেও ভোটের প্রয়োজন হবে না।

ইসি সূত্রে এ তথ্য জানা গেছে।

যে আটটি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে, সেগুলোর মধ্যে মদিনা তুল উলুম সিনিয়র মাদ্রাসা-১ (মহিলা কেন্দ্রে) সংরক্ষিত ৯নং ওয়ার্ডের নারী কাউন্সিলর পদে ভোট হবে। কুনিয়া হাজী আঃ লতিফ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্থাপিত দুটি কেন্দ্রে ৩৭ নম্বর ওয়ার্ড, বিন্দান সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ৪২ নম্বর ওয়ার্ড, জাহান পাবলিক দত্তপাড়া (পুরুষ) কেন্দ্রে ৪৮ নম্বর ওয়ার্ডের সাধারণ কাউন্সিলর প্রার্থীদের মধ্যে নির্বাচন হবে।

একইভাবে খরতৈল মনসুর আলী আদর্শ বিদ্যালয়ে স্থাপিত দুটি কেন্দ্রে ৫১ নম্বর ও হাজী পিয়ার আলী সরকারি প্রাথমিক বিদ্যালয় (পুরুষ) কেন্দ্রে ৫৩ নম্বর ওয়ার্ডের সাধারণ কাউন্সিলর প্রার্থীদের মধ্যে ভোট হবে।

আরও পড়ুন:পপুলার ডায়াগনস্টিককে ২৫ লাখ টাকা জরিমানা

স্থগিত আটটি কেন্দ্রে নির্বাচন প্রসঙ্গে রিটার্নিং অফিসারের কাছে পাঠানো ইসির চিঠিতে বলা হয়েছে, স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) বিধিমালা, ২০১০ এর ৩৭ বিধির (২) উপবিধি অনুসারে গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে ৯নং সংরক্ষিত ওয়ার্ডের কাউন্সিলর এবং ৩৭, ৪২, ৪৮, ৫১ ও ৫৩ নম্বর সাধারণ ওয়ার্ডের কাউন্সিলর পদ ছাড়া মেয়রসহ অন্যান্য পদে ফলাফল ঘোষণা করে তা কমিশনে পাঠানোর সিদ্ধান্ত দেয়া হয়েছে।

এতে আরও বলা হয়েছে, বন্ধ ঘোষিত ৯টি ভোটকেন্দ্রের মধ্যে ৮টিতে সংশ্লিষ্ট পদে পদ্ধতিগতভাবে পুনঃভোটগ্রহণের জন্য নির্দেশনা প্রদান করেছেন।

প্রসঙ্গত, গত ২৬জুন গাজীপুর সিটি কর্পোরেশনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ওই নির্বাচনে অনিয়মের কারণে ৯টি কেন্দ্রের ভোটগ্রহণ বন্ধ ঘোষণা করা হয়।

 


(নিউজ টোয়েন্টিফোর/কামরুল)

সম্পর্কিত খবর