থিয়েটার হলে আশ্রয় নেওয়া মানুষের ওপর রুশ বাহিনীর বোমা হামলা

অনলাইন ডেস্ক

ইউক্রেনে রুশ হামলার ২২ তম দিনেও চলছে সংঘাত। বৃহস্পতিবার ইউক্রেনের মারিওপোলে বেসামরিকদের আশ্রয় নেওয়া একটি থিয়েটার হলে বোমা হামলা চালিয়েছে রুশ সেনারা।

রাশিয়ার হামলা অব্যাহত রয়েছে রাজধানী কিয়েভসহ আরও কয়েকটি শহরে। কিয়েভে একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

 

এদিকে, রুশ প্রেসিডেন্ট পুতিনকে যুদ্ধাপরাধী বলেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

তিনি বলেন, পুতিন যা করছেন তা যুদ্ধাপরাধ ছাড়া কিছুই নয়। রাশিয়ার পক্ষ থেকে উত্তেজনা নিরসনের কোনো পদক্ষেপই নেওয়া হচ্ছে না বলেও অভিযোগ তাঁর। বাইডেনের এ মন্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়েছে পুতিন প্রশাসন।

এ মন্তব্য অগ্রহণযোগ্য এবং ক্ষমার অযোগ্য বলে জানিয়েছে ক্রেমলিন।

অন্যদিকে, মার্কিন কংগ্রেসে দেওয়া ভাষণে যুক্তরাষ্ট্রের কাছে আরও সামরিক সহায়তা চেয়েছেন ভলোদিমির জেলেনস্কি। সেই সঙ্গে নো ফ্লাই জোন ঘোষণার অনুরোধ জানিয়েছেন তিনি।

news24bd.tv তৌহিদ