এবার মেলায় বই প্রকাশ হয়েছে ৩ হাজার ৪১৬টি

সংগৃহীত ছবি

বইমেলার শেষ দিন 

এবার মেলায় বই প্রকাশ হয়েছে ৩ হাজার ৪১৬টি

রিফাত তাসনোভা

অমর একুশে বইমেলার শেষ দিন আজ। কাল থেকে সোহরাওয়ার্দী উদ্যানের বিস্তৃত প্রান্তরে বইয়ের পসরা সাজিয়ে বাসবেন না দোকানীরা। বিদায় লগ্নে মেলা প্রাঙ্গণে ছিল লেখক পাঠক সমাবেশ। এ বছর ৫২ কোটি ৫০লাখ টাকার বই বিক্রি হয়েছে বলে জানায় বাংলা একাডেমি।

 

বইমেলার শেষ দিনে একুশে প্রাঙ্গণে ছিল বিদায়ের সুর। শেষ দিনেও লেখক, পাঠক দর্শনার্থীদের ভিড়ে মুখর হয়ে ওঠে মেলা প্রাঙ্গণ।

বাংলা একাডেমি জানিয়েছে, এ বছর মেলায় বই প্রকাশ হয়েছে তিন হাজার ৪১৬টি। এর মধ্যে মানসম্পন্ন বই নয়শো নয়টি।

প্রকাশিত বইয়ের ছাব্বিশ শতাংশ মানসম্পন্ন।

সন্ধ্যায় সমাপনী অনুষ্ঠানে সংস্কৃতি প্রতিমন্ত্রী কেএম খালিদ জানান, করোনার মধ্যেও এবারের বইমেলার আয়োজন ছিল বেশ বড় চ্যালেঞ্জ।

এ বছর মেলায় মানসম্পন্ন শিশুতোষ বই প্রকাশের জন্য কথাপ্রকাশক, গুণগত মানসম্পন্ন সর্বাধিক বই প্রকাশের জন্য আগামী, নান্দনিক স্টল নির্মাণের জন্য পাঠক সমাবেশকে পুরষ্কার দিয়েছে বাংলা একাডেমি।

আগামী বছর আরও সফল মেলা আয়োজন করার হবে আশাবাদের কথা জানিয়েছে মেলার আয়োজক প্রতিষ্ঠান বাংলা একাডেমি।  

শেষদিনে সন্ধ্যায় শেষে সোহরাওয়ার্দী উদ‍্যানে কেক কেটে বঙ্গবন্ধুর জন্মদিন উদযাপন করা হয়। তার পরপর লেজার শো উপভোগ করেন মেলায় আগত সবাই।

news24bd.tv/ কামরুল