এফডিসি মাতালেন সাংসদ ইলিয়াস উদ্দিন মোল্লাহ (ভিডিও)

ফাতেমা কাউসার

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর সমাপনী অনুষ্ঠান ও ১০২তম জন্মদিন উদযাপন উপলক্ষে শিল্পী সমিতি আয়োজিত নানা অনুষ্ঠানে বৃহস্পতিবার উৎসবমুখর ছিলো এফডিসি প্রাঙ্গণ। বিভিন্ন সংগঠনের নেতাকর্মীদের আনাগোনায় এফডিসি রুপ নিয়েছিলো মিলনমেলায়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা-১৬ আসনের এমপি ইলিয়াস উদ্দিন মোল্লাহ। বিশেষ অতিথি ছিলেন রংপুর-১ আসনের এমপি মশিউর রহমান রাঙা।

সন্ধ্যার পর সাংস্কৃতিক অনুষ্ঠানে গান গেয়েছেন ইলিয়াস উদ্দিন মোল্লাহ ও মশিউর রহমান রাঙা উভয়েই।

ইলিয়াস উদ্দিন মোল্লাহ গেয়েছেন, ‘স্কুল খুইলাছে রে মাওলা স্কুল খুইলাছে. গাউছুল আজম মাইজ ভান্ডারী স্কুল খুইলাছে’ গানটি।  এ সময় স্টেজে থাকা চিত্রনায়ক রিয়াজ, সাইমন, ইমনসহ অনেকে গানের তালে তাল মেলাতে থাকেন। এ সময় অনেককে নাচতেও দেখা যায়।

 
এরপর মশিউর রহমান রাঙা এমপি গাইতে থাকেন দেশাত্ববোধক ‘ধনে ধান্যে পুষ্প ভরা’ গানটি।

উল্লেখ্য, এর আগে এই আয়োজনের অংশ হিসেবে বিকেল সাড়ে ৫টায় ১০০ পাউন্ডের কেক কেটে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানানো হয়।  বঙ্গবন্ধুর বিভিন্ন সময়ের ১৭০টি ছবি নিয়ে আলোকচিত্র প্রদর্শনীরও আয়োজন করা হয়।  এসময় উপস্থিত ছিলেন চলচ্চিত্র পরিষদের আহবায়ক চিত্রনায়ক আলমগীর, রিয়াজ, নিপুণ, সাইমন, কেয়া, নিরব। আরও ছিলেন পরিচালক সমিতির সভাপতি সোহানুর রহমান সোহান, শাহ আলম কিরণসহ চলচ্চিত্র পরিষদের নেতাকর্মীরা।

news24bd.tv/এআর-কাবুল
 

সম্পর্কিত খবর