মারিওপোলের কেন্দ্রে রুশ বাহিনী, তুমুল সংঘর্ষ

ছবি : দ্যা গার্ডিয়ান

মারিওপোলের কেন্দ্রে রুশ বাহিনী, তুমুল সংঘর্ষ

অনলাইন ডেস্ক

রুশ সেনারা এখন ইউক্রেনের মারিউপোলের পুরো শহরজুড়েই হামলা শুরু করেছে বলে জানিয়েছেন শহরের মেয়র ভাদিম বোইচেঙ্কো। খবর বিবিসির।  

মারিউপোল মেয়র জানান, রুশ সেনারা তাদের আক্রমণ জোরদার করেছে। সেনারা শহরের কেন্দ্রস্থলে পৌঁছে গেছে।

 ইউক্রেন সেনাদের সঙ্গে তাঁদের গোলাগুলি চলছে।

রাশিয়ার ধারাবাহিক হামলায় কয়েক সপ্তাহের মধ্যে ইউক্রেনের বন্দর শহর মারিওপোলের পতন হতে পারে বলে ধারণা করছে মার্কিন একটি থিঙ্ক ট্যাঙ্ক। রাশিয়ার গোলাগুলিতে মারিউপোল মানবিক করিডোর দিয়ে কাউকে সরিয়ে নেয়া যাচ্ছে না।

ইউক্রেনের দনবাস অঞ্চলে গণহত্যা বন্ধ করার লক্ষ্যেই মূলত দেশটিতে বিশেষ সামরিক অভিযান চালানো হচ্ছে বলে দাবি করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

এদিকে ইউক্রেনে রাশিয়ার অভিযান শুরুর পর প্রথমবারের মতো চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের সঙ্গে কথা বললেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।  শুক্রবার ভিডিও কলে ১ ঘণ্টা ৫০ মিনিট ফোনালাপ করেন তাঁরা। ফোনালাপে চীনা প্রেসিডেন্ট উল্লেখ করেছেন এমন সংঘাত কোনও দেশের স্বার্থের পক্ষে নয়।

ইউক্রেনে সামরিক অভিযান চালাচ্ছে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পরাশক্তি রাশিয়া। গত ২৪ ফেব্রুয়ারি ভোর থেকে শুরু হওয়া এই অভিযান তৃতীয় সপ্তাহে গড়িয়েছে। রাশিয়ার ছোঁড়া বোমা আর রকেটে কেঁপে উঠছে ইউক্রেনের বিভিন্ন শহর। এরইমধ্যে ইউক্রেনের বেশ কয়েকটি নগরী দখলে নিয়েছে রুশ বাহিনী।  চলমান সংকটে শরণার্থী হয়েছে ২৮ লাখেরও বেশি মানুষ।

সূত্র : বিবিসি, দ্যা গার্ডিয়ান

news24bd.tv রিমু