ইউক্রেন যুদ্ধে প্রথমবাবের মতো কিনজাল হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে রাশিয়া। প্রচলিত যে কোনো ক্ষেপণাস্ত্রের চেয়ে এগুলোকে বেশি রণকৌশলী এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে ভেঙে নির্দিষ্ট লক্ষ্য বস্তুতে আঘাত হানতে সক্ষম। তাই হাইপারসনিক ক্ষেপণাস্ত্র কি তা জানতে কৌতুহল বেড়েছে অনেকের।
রাশিয়ার নতুন হাইপারসনিক মিসাইল কিনজালের গতি শব্দের গতির চেয়ে ১০ গুণ বেশি।
প্রচলিত ব্যালিস্টিক মিসাইলগুলো ছোঁড়া হয় রকেটের মতো।
জানা গেছে, ইউক্রেনের পশ্চিমাঞ্চলের যে ক্ষেপণাস্ত্রটি ব্যবহার করা হয়েছে এটি দেড় হাজার থেকে ২ হাজার কিলোমিটার দূরে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। ৪৮০ কেজি ওজন পর্যন্ত পরমাণু বোমা বহন করতে পারে কিনঝাল হাইপারসনিক। কিনঝালের দৈর্ঘ্য ৮ মিটার, ব্যাস ১ মিটার এবং এর ওজন প্রায় ৪ হাজার ৩০০ কেজি।
রাশিয়া, চীন ও যুক্তরাষ্ট্র ছাড়াও বর্তমান বিশ্বে আরো ৫টি দেশ হাইপারসনিক ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি নিয়ে কাজ করছে।
news24bd.tv তৌহিদ