শীতলক্ষ্যার বুকে ডুবে যাওয়া লঞ্চ ১৪ ঘণ্টা পর উদ্ধার
শীতলক্ষ্যার বুকে ডুবে যাওয়া লঞ্চ ১৪ ঘণ্টা পর উদ্ধার

সংগৃহীত ছবি

শীতলক্ষ্যার বুকে ডুবে যাওয়া লঞ্চ ১৪ ঘণ্টা পর উদ্ধার

অনলাইন ডেস্ক

শীতলক্ষ্যার বুকে ডুবে যাওয়া এমএল আশরাফ উদ্দিন নামে লঞ্চটি ১৪ ঘণ্টা পর উদ্ধার করা হয়েছে।

এর আগে, রোববার দুপুর ২টার দিকে মুন্সিগঞ্জ যাওয়ার পথে নারায়ণগঞ্জের কয়লাঘাট এলাকায় মালবাহী 'রূপসী-৯' নামে জাহাজের ধাক্কায় ডুবে যায় লঞ্চটি।  এখন পর্যন্ত ৬ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

ঘটনা তদন্তে আলাদা তিনটি কমিটি গঠন করেছে বিআইডব্লিউটিএ।

জব্দ করা হয়েছে ঘাতক জাহাজটিকে।  আর আটক করা হয়েছে এর চালককেও।

নারায়ণগঞ্জ থেকে মুন্সিগঞ্জ যাবার পথে যাত্রীবাহী এই লঞ্চটিকে ঠেলে নিয়ে যায় একটি মালবাহী কার্গো।  প্রাণে বাঁচতে পানিতে লাফিয়ে পড়েন অনেকেই।

প্রত্যক্ষদর্শীরা জানান, রূপসী-৯ নামে মালবাহী জাহাজটি লঞ্চটিকে ধাক্কার পর ঠেলে নিয়ে যায় অন্তত ৫০ মিটার দূরে। কার্গো চালকের বেপরোয়া গতির কারণেই এই দুর্ঘটনা বলে দাবি তাদের।

দূর্ঘটনার পরপরই উদ্ধার অভিযান শুরু করে বিআইডব্লিউটিএ ও নৌ পুলিশ।  অভিযানে নামে ডুবুরি দলও।

এদিকে, লঞ্চডুবির খবরে শীতলক্ষ্যার পাড়ে জড়ো হতে থাকেন নিখোঁজদের স্বজনরাও।

news24bd.tv রিমু