ইউক্রেনের রাজধানী কিয়েভের দুই এলাকায় আবাসিক ভবন ও শপিং সেন্টারে রুশ হামলার ঘটনায় চারজন নিহত হয়েছেন। আহত হয়েছেন পাঁচজন। খবর সিএনএনের। স্থানীয় সময় গতকাল রোববার এসব হামলা হয়।
ইউক্রেনের পূর্বাঞ্চলের বন্দর নগরীতে বোমা হামলা ও সংঘর্ষ চলছে।
সিএনএনের এক প্রতিবেদনে বলা হয়েছে, পোডিলিস্কিতে রাশিয়া বোমা হামলা চালানোর পর একটি শপিং সেন্টারের পাশাপাশি গাড়িতে আগুন লেগে যায়। পরে তা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে নিয়ন্ত্রণে ১১টি ইউনিট এবং ৬৩ জন দমকলকর্মী ঘটনাস্থলে পৌঁছায়।
শপিং সেন্টারের তৃতীয় এবং চতুর্থ তলায় ছড়িয়ে পড়ে আগুন। পরিস্থিতি নিয়ন্ত্রণে হিমশিম খেতে হয় দমকল বাহিনীকে। রুশ হামলায় আগুন লাগার ছবি সামাজিক মাধ্যম টেলিগ্রামে শেয়ার করেছেন কিয়েভের মেয়র এবং স্থানীয় পুলিশ।
এর আগে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় ইউক্রেনের মারিউপোল কর্তৃপক্ষকে স্থানীয় সময় সোমবার ভোর ৫টার মধ্যে আত্মসমর্পণ করার আহ্বান জানায়। তবে এই প্রস্তাব প্রত্যাখান করেছে কিয়েভ।
ইউক্রেনে আগ্রাসন শুরুর পর থেকে এখন পর্যন্ত রাশিয়ার সামরিক বাহিনীর প্রায় ১৫ হাজার সৈন্যকে হত্যার দাবি করেছে ইউক্রেন।
এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভার্চুয়ালি ইসরায়েলের সংসদে ভাষণ দিয়েছেন। জেলেনাস্কি বলেন, ইউক্রেনের মানুষেরা বাচঁতে চায়, তবে প্রতিবেশীরা তাদের মৃত দেখতে চায়।
জাতিসংঘ বলছে, রুশ আগ্রাসনে ইউক্রেনে অন্তত ৯০২ বেসামরিক নিহত হয়েছে। রাশিয়ার আগ্রাসন শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত ইউক্রেনের এক কোটি মানুষ তাদের বাড়িঘর ছেড়ে পালিয়েছেন বলে জানায় জাতিসংঘ।
news24bd.tv রিমু