সড়কে প্রাণ গেল তেলেগু নায়িকার
সড়কে প্রাণ গেল তেলেগু নায়িকার

গায়ত্রী

সড়কে প্রাণ গেল তেলেগু নায়িকার

অনলাইন ডেস্ক

ভারতের হায়দ্রাবাদের গাছিবোলি অঞ্চলে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন জনপ্রিয় তেলেগু নায়িকা গায়ত্রী। ইন্টারনেট সেনসেশন থেকেই নায়িকা হয়ে ওঠা গায়ত্রী সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয় হন ডলি ডি ক্রুজ নামে। দোলের দিন রঙ খেলে মধ্যরাতে ফিরছিলেন তিনি। পথিমধ্যে সড়ক দুর্ঘটনার প্রাণ হারান তিনি।

ভরতীয় গণমাধ্যম জানায়, রাঠোর নামক এক বন্ধুর সঙ্গে শুক্রবার মধ্য রাতে বাড়ি ফিরছিলেন গায়ত্রী। গাড়ি চালাচ্ছিলেন অভিনেতার বন্ধু। হোলি সেলিব্রেট করে বাড়ি ফিরছিলেন তাঁরা। ফেরার পথেই নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি ডিভাইডারে ধাক্কা লেগে উল্টে যায়।

ঘটনাস্থলেই প্রাণ হারান গায়ত্রী। স্থানীরা রাঠোর ও গায়ত্রীকে তড়িঘড়ি করে নিয়ে আসে হাসপাতালে। তিনি ছাড়াও এই দুর্ঘটনায় মারা যান ৩৮ বছর বয়সী আরেক নারী। তিনি তখন ওই দুর্ঘটনাস্থল দিয়ে যাচ্ছিলেন, গাড়িটি উল্টে ওই নারীর উপর পড়ে।

গায়ত্রীর আকস্মিক মৃত্যুতে শোকস্তব্ধ তেলেগু ফিল্ম ইন্ডাস্ট্রি। তাঁর মৃত্যুতে মেনে নিতে পারছেন না তাঁর পরিবার ও অনুরাগীরা। সোশ্যাল মিডিয়া এই দুঃখের খবর শেয়ার করেন গায়ত্রীর বন্ধু সুরেখা বানী। গায়ত্রীর মৃত্যুতে ভেঙে পড়েছে তাঁর অনুরাগীরা।  

তেলেগু ওয়েব সিরিজ ম্যাডাম স্যার ম্যাডাম আন্থে-র মাধ্যমেই জনপ্রিয়তা পেয়েছিলেন তিনি। অসংখ্য শর্ট ফিল্মে অভিনয় করেন গায়ত্রী।

news24bd.tv তৌহিদ

এই রকম আরও টপিক