ইউক্রেনের রাজধানী কিয়েভের দুই এলাকায় আবাসিক ভবন ও শপিং সেন্টারে রুশ হামলার ঘটনায় চারজন নিহত হয়েছেন। আহত হয়েছেন পাঁচজন। ইউক্রেনের পূর্বাঞ্চলের বন্দর নগরীতে বোমা হামলা ও সংঘর্ষ চলেছে।
জাতিসংঘ বলছে, রুশ আগ্রাসনে ইউক্রেনে অন্তত ৯০২ বেসামরিক নিহত হয়েছে।
এদিকে রাশিয়া-ইউক্রেন সংকট সমাধানের দুই দেশের শান্তি আলোচনায় অগ্রগতি হয়েছে বলে জানিয়েছেন তুরস্ক। জাতিসংঘ বলছে, রাশিয়ার আগ্রাসন শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত ইউক্রেনের এক কোটি মানুষ তাদের বাড়িঘর ছেড়ে পালিয়েছেন।
news24bd.tv/আলী