২০১৯ সালের ১৫ এপ্রিল নীলফামারি জেলার জলঢাকা উপজেলার কৈমারী ইউনিয়নের যদুনাথ পাড়া এলাকার নির্মাণশ্রমিক লাল মিয়া ও মনুফা বেগম দম্পতির ঘরে জন্ম নেয় দুটি শিশু। কিন্তু তারা ছিলো কনজয়েন্ট টুইন অর্থাৎ জোড়া যমজ। জন্মের নয় দিন পর ঢামেক হাসপাতালে শিশু দুটিকে নিয়ে এসেছিল তাদের পরিবার। এরপর থেকে চিকিৎসকদের পরামর্শে চিকিৎসা চলছিল।
দীর্ঘ প্রক্রিয়া শেষে সোমবার (২১ মার্চ) বিকেলে সফল অস্ত্রোপচারের মাধ্যমে চুড়ান্তভাবে আলাদা করা হয় এই জোড়া যমজকে।
অধ্যাপক কাজল বলেন, ‘অস্ত্রোপচারের মাধ্যমে লাবিবা-লামিসাকে সফলভাবে আলাদা করতে পেরেছি, দুজনেরই জ্ঞান ফিরেছে। আরো চিকিৎসা বাকি আছে। আশাকরি ’
শিশু দুটির বাবা লাল মিয়া ও মা মনুফা বেগম বলেন, সৃষ্টিকর্তার কাছে লাখ লাখ শুকরিয়া পাশাপাশি হাসপাতালের চিকিৎসক কাজল স্যারসহ সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাজমুল হক স্যারকেও ধন্যবাদ জানাই। উনারা অক্লান্ত পরিশ্রম করে, সার্বিক সহযোগীতা করে আমাদের জোড়া বাচ্চাকে আলাদা করেছেন। এখন সকলের দোয়া চাই।
news24bd.tv/এআর-কাবুল