সিলেটে হত্যা মামলায় ৮ আসামির যাবজ্জীবন

প্রতীকী ছবি

সিলেটে হত্যা মামলায় ৮ আসামির যাবজ্জীবন

শাহ দিদার আলম নবেল • সিলেট ব্যুরো

সিলেটে একটি হত্যা মামলায় ৮ আসামির যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। আজ (৩ জুলাই) সিলেট মহানগর দায়রা জজ আদালতের বিচারক মফিজুর রহমান ভুঁইয়া এই আদেশ দেন। মামলায় আদালত এক আসামিকে খালাস প্রদান করেছেন।

যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- সিলেট সদর উপজেলার জৈনকারকান্দি গ্রামের ইরশাদ আলী, তেরা মিয়া, বাবুল মিয়া, কামাল আহমদ, দুলাল আহমদ, নন্দিরগাঁওয়ের বিলাল মিয়া, পার্শ্ববর্তী জালালাবাদ ইউনিয়নের টেকারবাড়ি গ্রামের সমছু মিয়া ও ওসমানীনগরের আকবর আলী।

রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) অ্যাডভাকেট মফুর আলী জানান, দণ্ডপ্রাপ্তদের মধ্যে বাবুল ও বিলাল পলাতক। এছাড়া আদালত ফুলবানু নামের এক আসামিকে খালাস দিয়েছেন।

জানা যায়, ২০১১ সালের ৬ সেপ্টেম্বর পূর্ব বিরোধের জেরে জৈনকারকান্দি গ্রামের ফয়জুর রহমানকে হত্যা করে মরদেহ রশিতে ঝুলিয়ে রাখা হয়। এ ঘটনায় তার স্ত্রী হাফসা বেগম বাদী হয়ে জালালাবাদ থানায় হত্যা মামলা দায়ের করেন।

 

ওই বছরের ১৩ ডিসেম্বর মামলার তদন্ত কর্মকর্তা জালালাবাদ থানার তৎকালীন উপ-পরিদর্শক (এসআই) এনামুল হক চৌধুরী আদালতে অভিযোগপত্র দাখিল করেন। দীর্ঘ বিচারকার্যে আদালত ২৬ সাক্ষীর মধ্যে ২২ জনের সাক্ষ্য গ্রহণ শেষে রায় ঘোষণা করেন।

নবেল/অরিন/নিউজ টোয়েন্টিফোর

সম্পর্কিত খবর