ব্রাজিল-মেক্সিকো খেলা নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০

ব্রাজিল-মেক্সিকো খেলা নিয়ে নেত্রকোনায় দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে।

ব্রাজিল-মেক্সিকো খেলা নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০

সোহান আহমেদ কাকন, নেত্রকোনা

নকআউট পর্বে গতকাল অনুষ্ঠিত ব্রাজিল ও মেক্সিকোর মধ্যকার খেলা দেখাকে কেন্দ্র করে নেত্রকোনার মদন উপজেলার ৭ নং নায়েকপুর ইউনিয়নে দু’পক্ষের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়। আহতদের মধ্যে গুরুতর অবস্থায় তিনজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

----------------------------------------------------------------------------------

আরও পড়ুন:খুলনায় বিশ্বকাপ ফুটবল নিয়ে সংঘর্ষে আহত ৩

-----------------------------------------------------------------------------------

উপজেলার নায়েকপুর ইউনিয়নের সিংহের বাজারে আজ সকালে দু’পক্ষের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটেছে বলে নিশ্চিত করেছেন মদন থানার অফির্সাস ইন-চার্জ শওকত আলী।

------------------------------------------------------------------------------------

আরও পড়ুন: আর্জেন্টিনা সমর্থককে কোপাল ব্রাজিলের সমর্থকরা

-------------------------------------------------------------------------------------

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, গতকাল রাতে ব্রাজিল ও মেক্সিকোর খেলা চলাকালীন সময়ে ব্রাজিল সমর্থক মতিউর রহমান হিমেলের (২৫) পা লেগেছিল রাজতলার গ্রামের বাসিন্দা ও মেক্সিকো (পূর্বে ছিল আর্জেন্টিনা সমর্থক ) সমর্থক সাঈদুর রহমান খানের ছেলে মানু মিয়ার  (২৬) পায়ে। এর জের ধরে শুরু হয় কথা কাটাকাটি, এক পর্যায়ে হাতাহাতি। পরে স্থানীয়দের হস্থক্ষেপে পরিস্থিতি শান্ত হয়। আজ মঙ্গলবার সকালে ইউনিয়নের সিংহের বাজারে সাঈদুর রহমান খানের লোকজন দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে ওয়াহাব মৌলভী ও মতিউর রহমানের লোকজনকে আক্রমণ করে।

পরে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে। এতে ১০ জন গুরুতর আহত হয়।

----------------------------------------------------------------------------------

আরও পড়ুন:৮ ব্রাজিল সমর্থকের বিরুদ্ধে হত্যাচেষ্টার মামলা

-----------------------------------------------------------------------------------

পরে আহতদের মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আহত সাঈদুর রহমান খান (৬৫), হাতেম ভূইঁয়া (৫০) ও রাতিব ভূইঁয়া (৪৫)-কে উন্নত চিকিৎসার জন্য আশঙ্কাজনক অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

এ ব্যপারে মদন থানার ওসি শওকত আলী জানান, সংঘর্ষের খবর পেয়েছি। এখন পর্যন্ত থানায় কোন অভিযোগ আসেনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।