দিনাজপুরে সামাজিক বনায়ন প্রকল্প কর্মসূচির উদ্বোধন

দিনাজপুরে সামাজিক বনায়ন প্রকল্প কর্মসূচির উদ্বোধন

ফখরুল হাসান পলাশ • দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুরে সামাজিক বন বিভাগের সহযেগিতায় বৃক্ষ রোপণ কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়েছে। আজ (৩ জুলাই) সদর উপজেলার ৬নং আউলিয়াপুর ইউনিয়নে পুনর্ভবা নদীর তীরে ঘুঘুডাঙ্গা হালকা সেচ সমিতির উদ্যোগে এই কর্মসূচির উদ্বোধন করা হয়।

বনায়ন প্রকল্পের আওতায় বৃক্ষ রোপণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিভাগীয় বন কর্মকর্তা (সামাজিক বনায়ন প্রকল্প) মোহাম্মদ আব্দুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন ঘুঘুডাঙ্গা হালকা সেচ সমিতির সভাপতি কামরুল হাসান চৌধুরী ববিন, সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, সমিতির সদস্য আব্দুল মান্নান চৌধুরী, আলহাজ¦ মোহাম্মদ আলী, মোস্তফা কামাল চৌধুরী, আলহাজ্ব মহসিন আলী, রামসাগর জাতীয় উদ্যানের তত্ত্বাবধায়ক এ,কে,এম আব্দুস সালাম তুহিন, বন বিভাগের কর্মচারি আবুল কাসেম, জহুরুল ইসলাম প্রমুখ।

 

বৃক্ষ রোপণ শেষে বিভাগীয় বন কর্মকর্তা মোহাম্মদ আব্দুর রহমান বলেন, ‘বৃক্ষ ভবিষ্যৎ সঞ্চয়ের চাবিকাঠি। পাশাপাশি বৃক্ষ পরিবেশের ভারসাম্য রক্ষা করতে অগ্রণী ভূমিকা পালন করে। তাই প্রতিনিয়ত বৃক্ষ রোপনের ব্যাপারে সকলকে সচেতন করতে পারলে আমরা আগামী প্রজন্মেকে একটি সুন্দর দেশ উপহার দিতে পারবো। ’

পলাশ/অরিন/নিউজ টোয়েন্টিফোর

সম্পর্কিত খবর