ক্রিপ্টোকারেন্সিকে সমর্থন করে না থাইল্যান্ডের কেন্দ্রীয় ব্যাংক 

অনলাইন ডেস্ক

থাইল্যান্ডে পণ্য ও পরিষেবার অর্থ প্রদানের জন্য ডিজিটাল সম্পদের ব্যবহার নিষিদ্ধ করার ঘোষণা দেয়া হয়েছে। আগামী ১ এপ্রিল থেকে কার্যকর হবে নিয়মটি। বুধবার আর্থিক বাজার নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন এ তথ্য দিয়েছে বলে জানিয়েছে রয়টার্স।  

এসইসি জানিয়েছে, ডিজিটাল সম্পদ ব্যবসা নিয়ন্ত্রণের প্রয়োজনীয়তা অনুভব করে বিষয়টি নিয়ে যৌথভাবে কাজ করছে এসইসি ও ব্যাংক অব থাইল্যান্ড।

এ ধরনের পরিষেবা দেয়া ডিজিটাল সম্পদ ব্যবসা অপারেটরদের অবশ্যই কার্যকরের তারিখ থেকে ৩০ দিনের মধ্যে মেনে চলতে হবে নতুন নিয়ম। অর্থ প্রদানের ক্ষেত্রে ক্রিপ্টোকারেন্সিকে সমর্থন করে না থাইল্যান্ডের কেন্দ্রীয় ব্যাংক। ডিজিটাল সম্পদ ব্যবসার জন্য নিয়ন্ত্রক নির্দেশিকাগুলো নিয়ে একটি বিবৃতি দেয়ার কথা জানিয়েছে ব্যাংক অব থাইল্যান্ড।

news24bd.tv/আলী