দুই যুগ পর কোয়ার্টার ফাইনালে সুইডেন

দুই যুগ পর কোয়ার্টার ফাইনালে সুইডেন

ক্রীড়া ডেস্ক

দুই ‘সুই’-এর লড়াইয়ে শেষ হাসি হাসলো সুইডেন। সুইজারল্যান্ডকে ১-০ গোলে হারিয়ে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেল সুইডিশরা।  

এই জয়ে দীর্ঘ ২৪ বছর পর শেষ আটে পা রাখতে যাচ্ছে সুইডেন। ১৯৯৪ সালে মার্কিন মুলুকে শেষবার কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছিল এই স্ক্যান্ডিনেভিয়ানে দেশটি।

আগামী ৭ জুলাই ইংল্যান্ড কিংবা কলম্বিয়ার মুখোমুখি হবে তোইভোনেন-ওসলেনরা।  

সেন্ট পিটার্সবার্গের ক্রেসতোভস্কি স্টেডিয়ামে হাড্ডাহাডি লড়াইয়ের প্রথমার্ধটা গোল বন্ধ্যাত্বে শেষ হয়। তবে বিরতির পর ভাঙে ডেডলক।

৬৬ মিনিটে ম্যাচের একমাত্র গোলটি করেন এমিল ফোর্সবার্গ।

ওলা তোইভোনেনের পাস থেকে ডি বক্সের বাইরে থেকে জোরালো শট নেন ফোর্সবার্গ। প্রতিপক্ষের পায়ে লেগে সেই শটটা দিক পাল্টে সুইসদের জালে গিয়ে জমা হয়।  

ওই গোলটাই দুই যুগ পর সুইডেনকে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে পৌঁছে দিয়েছে।  

সূত্র: ইএসপিএন এফসি, ইউটিউব

অরিন/নিউজ টোয়েন্টিফোর

সম্পর্কিত খবর