ইমরান খানকে ৫০ হাজার রুপি জরিমানা

অনলাইন ডেস্ক

নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন করায় পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানকে ৫০ হাজার রুপি জরিমানা করেছে দেশটির নির্বাচন কমিশন। এক প্রতিবেদনে খবর জানিয়েছে এনডিটিভি।

গেল ১৫ই মার্চ, খাইবার-পাখতুনখাওয়ার স্থানীয় নির্বাচনের আগে সোয়াতে ইমরান খানের সভা-সমাবেশ নিষিদ্ধ করে নতুন নির্দেশনা জারি করে পাকিস্তানের নির্বাচন কমিশন। কিন্তু তা অমান্য করে সেখানে একের পর এক সভা-সমাবেশ করে যান ইমরান।

পরে দুইবার নোটিশ দেয়া হয় তাকে।

পাকিস্তানের নির্বাচনী বিধি অনুযায়ী কোনো সরকারি কর্মকর্তা নির্বাচনের সময় সংশ্লিষ্ট এলাকায় যেতে পারেন না। খাইবার-পাখতুনখাওয়ার স্থানীয় সরকার নির্বাচনের দ্বিতীয় ধাপে আগামী ৩১ মার্চ ভোট গ্রহণের কথা রয়েছে।

এদিকে নির্বাচন কমিশন থেকে দেওয়া নোটিশের বিরুদ্ধে ইসলামাবাদ হাইকোর্টে একটি পিটিশন দাখিল করেছেন ইমরান খান ও দেশটির প্ল্যানিং অ্যান্ড ডেভলপমেন্ট মন্ত্রী আসাদ উমর।

 

news24bd.tv/আলী