‘পদ্মা সেতু পার হতে বিএনপি নেতাদের তওবা করা উচিত’

নিজস্ব প্রতিবেদক

পদ্মা সেতু দিয়ে পার হতে বিএনপি নেতাদের তওবা করে জাতির কাছে ক্ষমা চাওয়ার পরামর্শ দিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ। রাজশাহীতে দুর্গাপুর উপজেলা আওয়ামী লীগের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।

তথ্যমন্ত্রী বলেন, খারাপ লোকের আওয়ামী লীগে দরকার নেই। দুর্গাপুর বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত সম্মেলনে উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা  নজরুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য দেন কেন্দ্রীয় কমিটির সদস্য নুরুল ইসলাম ঠাণ্ডু, বেগম আখতার জাহান, আবদুল আউয়াল শামীম, সংসদ সদস্য আয়েন উদ্দিন,  আদিবা আনজুম মিতা, জেলা আওয়ামী লীগের সাধারণ আবদুল ওয়াদুদ দারা।

তথ্য ও সম্প্রচারমন্ত্রী বলেন, বিএনপির মন্তব্যের পর বানরও এখন ভেংচি কাটে। কারণ, বিএনপি বলেছিল পদ্মাসেতু তৈরি করা সম্ভব নয়। পদ্মাসেতু এখন হয়ে গেছে। প্রধানমন্ত্রী গাড়ি চালিয়ে এর একপ্রান্ত থেকে অন্যপ্রান্ত পাড়ি দিয়েছেন।

বিএনপিকে উদ্দেশ করে মন্ত্রী আরও বলেন, ‘মাঠে-ময়দানে কোথাও নেই বিএনপি। বর্ষাকালে চারদিক যখন তলিয়ে যায়, তখন ব্যাঙ ডাকে। বিএনপির ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্য বর্ষাকালে ব্যাঙ ডাকার মতো। ’

news24bd.tv তৌহিদ