দ্বিতীয় টেস্টেও খেলতে পারেন সাকিব : পাপন

শুভ দেবনাথ

পারিবারের সদস্যরা কিছুটা সুস্থ হয়ে উঠলেই দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় টেস্ট খেলতে পারেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান; জানিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। পরিকল্পনা অনুযায়ী বিসিবি এগিয়ে যাচ্ছে তার ফল পাচ্ছে দল মনে করেন তিনি।

২৩ মার্চ রাত, সেঞ্চুরিয়ানের সুপারস্পোর্ট পার্ক। বাংলাদেশ-বাংলাদেশ ধ্বনিতে মুখরিত চার পাশ।

কারণ সেখানেই আফ্রিকাকে মাটিতে নামিয়ে এনেছে টাইগাররা। করেছে সিরিজ জয়। পরিকল্পনা অনুযায়ী কাজ করতে পারায় ফল পাচ্ছে বাংলাদেশ। এক দুই খারাপ করলেই সব শেষ হয়ে যায় না।
আবার সিরিজ জিতলেও অতিরিক্ত তৃপ্তির ডেকুর তোলার পক্ষে নয় বিসিবি সভাপতি।

টেস্ট ও টি-টোয়েন্টির তুলনায় ওয়ানডেতে বাংলাদেশ বেশ এগিয়ে। এখন বিসিবির বর্তমান পরিকল্পনার অনেকটা জুড়েই সাদা বলের ক্রিকেট ও টি-টোয়েন্টি ফরমেট।

পরিবারের পাশে থাকতেই সাকিবের দেশে ফেরা। যদি পরিবারের সদস্যরা সুস্থ হয়ে উঠেন তাহলে দ্বিতীয় টেস্টে প্রোটিয়াদের বিপক্ষে খেলতে পারেন বিশ্বসেরা অলরাউন্ডার।

হেড কোচ রাসেল ডমিঙ্গো ও নির্বাচক প্যানেল নিয়ে মিডিয়ার নানা সমালোচনা গাঁয়ে মাখে না বিসিবি। টিম ম্যানেজমেন্ট ভালো করছে বলেই বাংলাদেশ ক্রিকেটে উন্নতির ধারা অব্যাহত রয়েছে মত বিসিবি সভাপতির।

news24bd.tv/আলী