‘২৫ মার্চের স্বীকৃতি পেতে সরকারের চেষ্টা অব্যাহত আছে’

‘২৫ মার্চের স্বীকৃতি পেতে সরকারের চেষ্টা অব্যাহত আছে’

জাতীয় গণহত্যা দিবস আজ। ২৫ মার্চের আন্তর্জাতিক স্বীকৃতির জন্য সরকারের চেষ্টা অব্যাহত আছে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। শুক্রবার মুক্তিযুদ্ধ যাদুঘর মিলনায়তনে এক সেমিনারে মন্ত্রী একথা জানান। বৈশ্বিক প্রেক্ষাপটে গণহত্যা রুখতে রাজনৈতিক সদিচ্ছার ওপর গুরুত্ব দেন আলোচকরা।

স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপনের অংশ হিসেবে পররাষ্ট্র মন্ত্রণালয় ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের এই আয়োজন। মুক্তিযুদ্ধ যাদুঘরে এতে অংশ নেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী, পররাষ্ট্র মন্ত্রীসহ দেশি-বিদেশি অতিথিরা।

সংক্ষিপ্ত বক্তব্যে ২৫ মার্চকে কেন আন্তর্জাতিক স্বীকৃতি দেওয়া উচিৎ এ বিষয়ে নিজেদের মত তুলে ধরেন দেশি-বিদেশি আলোচকরা।

২৫ মার্চের আন্তর্জাতিক স্বীকৃতির বিষয়ে সরকারের নেওয়া নানা পদক্ষেপের কথা জানান মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী।

বিশ্বের কোথাও গণহত্যার মতো জঘন্য কর্মকাণ্ড গ্রহণযোগ্য নয় বলেও মন্তব্য করেন আলোচকরা।

news24bd.tv/তৌহিদ