ইসরাইলের গুলিতে ঝাঝরা হলো শতাধিক নারী-শিশুর বুক

ইসরাইলের গুলিতে ঝাঝরা হলো শতাধিক নারী-শিশুর বুকI ছবি: আল-জাজিরা

ইসরাইলের গুলিতে ঝাঝরা হলো শতাধিক নারী-শিশুর বুক

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

অধিকৃত গাজা উপত্যকায় ফিলিস্তিনিদের বিক্ষোভ মিছিলে নির্বিচারে গুলি চালিয়েছে ইসরাইলি বাহিনী। এতে কমপক্ষে ১৩৪ নারী ও শিশু গুলিবিদ্ধ হন। তাদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক। খবর আলজাজিরার।

নিরপরাধ ফিলিস্থিনি শিশু ও যুবকদের গুলি করে হত্যার প্রতিবাদে মঙ্গলবার গাজায় ইসরাইলি সীমান্তের কাছে কয়েক হাজার নারী ও শিশু বিক্ষোভ মিছিল বের করে। সেই মিছিলে নির্বিচারে গুলি চালায় ইহুদিবাদী দেশটির সেনা সদস্যরা।

আরও পড়ুন:ইসরাইলের গুলির শব্দে ফিলিস্তিনিদের লোকনৃত্য

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আশরাফ আল-কাদরা এক বিবৃতিতে জানান, ১৯৪৮ সালের পর থেকে সাড়ে সাত লাখ ফিলিস্তিনিকে তাদের বাড়িঘর থেকে বিতাড়িত করেছে দখলদার ইসরাইল। বিক্ষুব্ধ ফিলিস্তিনিরা গত ৩০ মার্চ থেকে নিজেদের বাড়ি ফিরে পেতে নতুন করে আন্দোলনে নেমেছেন।

শান্তিপূর্ণ এ আন্দোলনে ইসরাইলি বাহিনী গুলি করে এ পর্যন্ত শিশুসহ ১৩৮ ফিলিস্তিনিকে হত্যা করেছে।

মঙ্গলবার গাজার বিভিন্ন এলাকা থেকে সীমান্তের কাছে শিশুসন্তানদের সঙ্গে নিয়ে দুই লক্ষাধিক ফিলিস্তিনি নারী বিশাল বিক্ষোভ মিছিল বের করে। ইসরাইলের এ বর্বর আচরণে নিন্দা জানিয়েছে জাতিসংঘ।

সম্পর্কিত খবর