মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে ময়মনসিংহের কেন্দ্রীয় স্মৃতিসৌধে ফুলে ফুলে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন সর্বস্তরের মানুষ।
শনিবার সকাল ৬টা ১ মিনিটে পাটগুদাম কেন্দ্রীয় স্মৃতিসৌধে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের আনুষ্ঠানিকতা শুরু হয়।
প্রথমে বীর শহীদদের ফুল দিয়ে শ্রদ্ধা জানান, বিভাগীয় কমিশনার শফিকুর রেজা বিশ্বাস। পরে ভারপ্রাপ্ত রেঞ্জ ডিআইজি শাহ আবিদ হোসেন, সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত মেয়র আসিফ হোসেন ডন, জেলা প্রশাসক মোহাম্মদ এনামূল হক, জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক ইউসুফ খান পাঠান, পুলিশ সুপার মোহা.আহমার উজ্জামানসহ রাজনৈতিক, প্রশাসনিক, সাংস্কৃতিক নেতৃবৃন্দ।
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে দিনব্যাপী আলোচনা, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হবে প্রশাসনের উদ্যোগে।
news24bd.tv রিমু