ভয়াল কালরাত স্মরণে দেশজুড়ে পালিত হয়েছে এক মিনিটের প্রতীকী ব্ল্যাকআউট কর্মসূচি। শুক্রবার রাতে ১৯৭১ সালের ২৫ মার্চের কালরাতে নিরস্ত্র বাঙালির ওপর পাকিস্তানি হানাদার বাহিনীর নৃশংস হত্যাযজ্ঞকে রাত নয়টায় ‘ব্ল্যাক আউট’-এর মাধ্যমে স্মরণ করলো গোটা জাতি।
শহীদ স্মরণে পাঁচ বছর ধরে এই আয়োজন করে আসছে বাংলাদেশ। এই সময়টায় সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত এবং বেসরকারি ভবন ও স্থাপনায় কোনো আলোকসজ্জা করা যাবে না বলে আগেই জানিয়ে রেখেছিল সরকার।
news24bd.tv/ কামরুল