২৫ মার্চ রাতে পাকিস্তানি হানাদার বাহিনী যে গণহত্যা চালিয়ে ছিল তা আন্তর্জাতিক স্বীকৃতি পাবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে ‘গণহত্যার কালরাত্রি ও আলোকের অভিযাত্রী’ শিরোনামে জাতীয় গণহত্যা দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে একথা বলেন স্পিকার। ১৯৭১ সালে যাদের জন্ম হয়নি তাদের ইতিহাস জানানো প্রয়োজন বলেও মন্তব্য করেন ড. শিরীন শারমিন চৌধুরী।
২৫ মার্চ কালরাতে মুক্তিযুদ্ধের প্রথম ব্যারিকেড উদযাপন কমিটির সভাপতি ও স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, বঙ্গবন্ধু ভাবতেন দেশের জনগণের কথা।
news24bd.tv/ কামরুল