স্বাধীনতা দিবসের প্রথম প্রহরে, বাংলার দামাল ছেলেদের গভীর শ্রদ্ধায় স্মরণ করলন পুলিশ কর্মকর্তারা। রাজারবাগ পুলিশ লাইন্সে, মোমবাতি প্রজ্জ্বলনের আয়োজন করা হয়। এ সময় বক্তারা বলেন, পুলিশ বাহিনীর সদস্যদের আত্মত্যাগ ও দেশপ্রেম.. স্বাধীনতা যুদ্ধে ছিল বড় প্রেরণা।
দেশের জন্য জীবন বিলিয়ে দেয়া, জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণে..এই মোমবাতি প্রজ্জ্বলন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, পুলিশ বাহিনীর সদস্যদের আত্মত্যাগ ও দেশপ্রেম স্বাধীনতা যুদ্ধে বড় প্রেরণা ছিল।
আইজিপি বলেন, গণহত্যার রাতে মৃত্যুর ভয় না করেই যারা শামিল হন। মুক্তির লড়াইয়ে, ইতিহাসে তারা অমর। ২৫ মার্চ রাতে রাজারবাগ পুলিশ লাইন থেকে প্রথম প্রতিরোধ গড়ে তোলেন পুলিশ সদস্যরা।
news24bd.tv/ কামরুল