রাজধানীর শাহজাহানপুরে জোড়া খুনের ঘটনা পলিটিক্যাল কিলিং কি না, এ বিষয়ে এখনই মন্তব্য করা এখন ঠিক হবে না, তদন্ত চলছে। সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।
জড়িতদের খুঁজতে চলছে জোর তদন্ত বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী।
আজ শনিবার সকালে রাজারবাগ পুলিশ লাইনসে ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষে পুষ্পস্তবক অর্পণ করেন স্বরাষ্ট্রমন্ত্রী।
উপস্থিত ছিলেন আইজিপি ড. বেনজীর আহমেদ, ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহা. শফিকুল ইসলাম, বাংলাদেশ পুলিশ সার্ভিস এসোসিয়েশনের নেতৃবৃন্দ ও বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতি নেতৃবৃন্দসহ পুলিশের কর্মকর্তারা।
এসময় ২৫ মার্চ কালরাতে নিহতদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। আনুষ্ঠানিকতা শেষে বক্তব্য রাখেন স্বরাষ্ট্রমন্ত্রী।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, শাহজাহানপুরে হত্যাকারিকে গ্রেপ্তারে পুলিশ ও র্যাব চেষ্টা করছে। পলিটিক্যাল কিলিং কি না, এ বিষয়ে এখনই মন্তব্য করা এখন ঠিক হবে না।
news24bd.tv রিমু