রাস্তায় দুজনের মধ্যে কথা বাক বিতণ্ডা হয়। কথা কাটাকাটির এক পর্যায়ে রিকশাচালক রাসেল লাঠি দিয়ে আঘাত করেন মাসুদ (৪০)কে। লাঠির আঘাতে সেখানেই মাসুদের মৃত্যু হয়। শনিবার সকাল ৯টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ড. মুহম্মদ শহীদুল্লাহ হলের পাশের রাস্তায় এ ঘটনা ঘটে।
শাহবাগ থানার ওসি (অপারেশন) মো. কামরুজ্জামান বলেন, সকালে ড. মুহম্মদ শহীদুল্লাহ হলের পাশের রাস্তায় দুই ব্যক্তির মধ্যে কোনো একটা বিষয় নিয়ে বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে লাঠি দিয়ে আঘাত করে মাসুদ নামের ব্যক্তিকে হত্যা করেন রাসেল নামের এক রিকশাচালক। এই ঘটনায় রাসেলকে আটক করে থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পরবর্তীতে মামলা হবে।
তিনি বলেন, নিহত মাসুদ মাদকাসক্ত ছিলেন। আটক রিকশাচালক রাসেলের সঙ্গে কথা বলে তাকেও মাদকাসক্ত মনে হচ্ছে।
ময়নাতদন্তের জন্য তার মরদেহ ঢাকা মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে বলেও জানান তিনি।
news24bd.tv/আলী