লাইনে দাঁড়িয়ে টিকিট সংগ্রহ করতে বলায় ছাত্রলীগ নেতার হাতে লাঞ্ছিত হয়েছেন ঠাকুরগাঁও রোড স্টেশন মাস্টার আখতারুল ইসলামসহ বেশ কয়েকজন। এমন সিসিটিভির ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে সমালোচনার ঝড় উঠে। শুক্রবার ২৫ মার্চ রাতে এ ঘটনা ঘটে।
স্টেশন মাস্টার আখতারুল ইসলাম অভিযোগ করে বলেন, ঠাকুরগাঁও জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হিমুন সরকার ফোনে কিংবা সশরীরে একদল যুবককে নিয়ে টিকিট ক্রয় করতে আসেন।
এক পর্যায়ে ধর ধর বলে আমাকে ও আমার সহকারীদের কক্ষ থেকে টেনে হেঁচড়ে বাইরে নিয়ে লাঞ্ছিত করে। এ ঘটনা তাৎক্ষণিকভাবে স্থানীয় সংসদ সদস্য রমেশ চন্দ্র সেনসহ রেল বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানিয়েছেন বলে জানান তিনি।
এ বিষয়ে অভিযুক্ত জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হিমুন সরকার নিউজ টোয়েন্টিফোরকে বলেন, বিষয়টি তুচ্ছ, এ ঘটনার সঙ্গে আমি জড়িত ছিলাম না। যাদের সঙ্গে বাকবিতণ্ডা হয়েছিল তাদের সঙ্গে নিয়ে স্টেশন মাস্টারের সঙ্গে কথা বলে বিষয়টি মীমাংসা করে দিয়েছি।
এ বিষয়ে ঠাকুরগাঁও সদর থানার ওসি তানভীরুল ইসলাম নিউজ টোয়েন্টিফোরকে জানান, এ ঘটনার লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।
news24bd.tv/ কামরুল