পোল্যান্ড সফরে এবার ইউক্রেনের প্রতিরক্ষা ও পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। রাশিয়ার হামলার পর এটাই ইউক্রেনের কোনো উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে বাইডেনের সরাসরি বৈঠক। এর আগে পোলিশ প্রেসিডেন্ট আন্দ্রেজ দুদা এবং অন্যদের সাথে আলোচনা করেন মার্কিন প্রেসিডেন্ট। শনিবার ইউক্রেন সংঘাতের বিষয়ে একটি বক্তৃতা দেওয়ার কথা রয়েছে তার।
ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রো বলেছেন, ইউক্রেন ইস্যুতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে আরও একটি আলোচনার পরিকল্পনা করছেন তিনি। আগামী ৪৮ থেকে ৭২ ঘণ্টার মধ্যে এ আলোচনা হতে পারে বলে আশা করছেন ম্যাক্রো।
news24bd.tv/আলী