১৩২ আরোহী নিয়ে বিধ্বস্ত চীনা বিমানের কেউ বেঁচে নেই বলে রোববার নিশ্চিত করেছে দেশটির কর্মকর্তারা। ডিএনএ পরীক্ষার মাধ্যমে এখন পর্যন্ত ১২০ জনের পরিচয় নিশ্চিত করা সম্ভব হয়েছে।
বর্তমানে দ্বিতীয় ব্ল্যাকবক্স পেতে উদ্ধারকর্মীরা সন্ধান চালাচ্ছেন বলে জানানো হয়েছে।
গত বুধবার উদ্ধার করা হয়েছে প্রথমটি।
সোমবার (২১ মার্চ) চীনের রাষ্ট্রীয় ইস্টার্ন এয়ারলাইনসের এই বিমান দেশটির দক্ষিণাঞ্চলীয় পাহাড়ী এলাকায় বিধ্বস্ত হয়ে আগুন ধরে যায়। ১৩২ জন যাত্রী ও ক্রু ছিল উড়োজাহাজটিতে। বিমানটি বিধ্বস্ত হওয়ার পরই ঘটনার তদন্তসহ আরোহীদের উদ্ধারে সব ধরনের তৎপরতা অব্যাহত রাখার নির্দেশ দেন দেশটির প্রেসিডেন্ট শি জিনপিং।
বিধ্বস্ত হওয়া ওই বিমানের কোনো আরোহীর বেঁচে থাকার সম্ভাবনা নেই বলে শুরু থেকেই জানিয়ে আসছিল। অবশেষে আনুষ্ঠানিকভাবে বিষয়টি নিশ্চিত করল কর্তৃপক্ষ।
news24bd.tv রিমু