বাংলাদেশ সবচেয়ে বায়ু দূষিত দেশ। আর দেশের মধ্যে সবচেয়ে বায়ুদূষিত জেলা গাজীপুর। বায়ুদূষণ ও বায়ু পরিশোধন প্রযুক্তি নিয়ে কাজ করা সুইস সংস্থা ’আইকিউএয়ার’র এক প্রতিবেদনে উঠে এসেছে এসব তথ্য। রাস্তা খোঁড়াখুঁড়ি, মেগা প্রকল্প, ইটভাটা আর শিল্পকারখানাই বায়ু দূষণের অন্যতম কারণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
ব্যস্ততম নগরী গাজীপুর। আর এ জেলায় রয়েছে হাজারো শিল্পকারখানা। শুধু তাই নয়, এখানে চলছে সড়ক-মহাসড়ক উন্নয়নের কাজ। একদিকে সড়ক উন্নয়নের ধুলো-বালি। অন্যদিকে যত্রতত্র ফেলে রাখা ময়লা আবর্জনার দুর্গন্ধ। পাশাপাশি রয়েছে শিল্পকারখানার বিষাক্ত কালো ধুয়াও। সব মিলিয়ে এখন গাজীপুর দেশের মধ্যে বায়ুদূষণে শীর্ষ অবস্থানে। আইকিউএয়ারের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য। গেল মঙ্গলবার এ প্রতিবেদন প্রকাশ করে সংস্থাটি।
বায়ু দূষণের সহনীয় মাত্রা প্রতি ঘনমিটারে ৬৫ মাইক্রোগ্রাম। সেখানে গাজীপুরের বায়ুর মান প্রতি ঘনমিটারে ২৬৩ মাইক্রোগ্রাম। স্থানীয়দের অভিযোগ, রাস্তা খোড়াখুড়ি, বিভিন্ন প্রকল্প, ইটভাটা, শিল্প কারখানাসহ বিভিন্ন কারণে এখানে দূষণ সবচেয়ে বেশি । তবে দুষণ বন্ধে জোর দাবিও জানিয়েছেন তারা।
অবশ্য জেলা প্রশাসক বলছে, এই জেলায় দূষণ রোধে এরই মধ্যে নানা উদ্যোগ নেয়া হয়েছে।
এদিকে ওই প্রতিবেদনে বায়ুদূষণ কম হওয়ার কারণ হিসেবে সংশ্লিষ্ট এলাকার ভৌগোলিক অবস্থান, প্রচুর পরিমাণ গাছপালা, প্রাকৃতিক জলাধার থাকার কথা বলা হয়েছে।
news24bd.tv/ কামরুল