বেপরোয়া যান চলাচল ও দুর্ঘটনায় মরণফাঁদে পরিণত হয়েছে নরসিংদী রায়পুরা আঞ্চলিক সড়ক। নিয়ম নীতি উপেক্ষা করে সকাল থেকে রাত পর্যন্ত বেপরোয়া গতিতে দাপিয়ে বেড়াচ্ছে সিএনজি চালিত অটোরিক্সা। প্রায়ই ঘটছে দুর্ঘটনা। প্রাণ হারাচ্ছেন অনেকে।
প্রায়ই দুর্ঘটনা ঘটছে নরসিংদী-রায়পুরা আঞ্চলিক সড়কে। সবশেষ গেল শুক্রবার এই সড়কে পিকআপ ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারান ৪ জন। আহত হয় আরও দুজন।
স্থানীয়দের অভিযোগ, নিয়ম নীতির তোয়াক্কা না করেই এই সড়কে প্রতিদিনই চলাচল করছে হাজারও সিএনজি চালিত অটোরিক্সা। এসব যানবাহনের বেশির ভাগ চালকই জানে না ট্রাফিক নিয়ম। আবার বেপরোয়া গতিতে চলার কারণে প্রায়ই দুর্ঘটনা হয়।
পুলিশ বলছে, যানবাহনের বেপরোয়া গতি ও চালকদের গাফিলতির কারনেই এসব দুর্ঘটনা ঘটছে। অবশ্য চালকদের সচেতন করতে এরই মধ্যে নানা উদ্যোগ নেয়া হয়েছে।
নরসিংদী রায়পুরা আঞ্চলিক সড়কটি প্রশস্তকরন ও বেপরোয়া গতিতে যানচলাচল রোধে কার্যকরী পদক্ষেপ নিবে সংশ্লিষ্টরা, এমন দাবি এলাকাবাসীর।
news24bd.tv/ কামরুল